About Us

এটা ছিল ২০০৯ সাল যখন আমরা এই ইউনিট টি গঠন করে চলা শুরু করি, একদম শুরুর বছর থেকেই আমরা কোলকাতার একটা সেরা সার্ভিস প্রোভাইডারে পরিনত হয়েছি। আমাদের ক্লায়েন্টরা শুরু থেকেই আমাদের উপর বিশ্বাস রেখেছিল, এবং সেই বিশ্বাসের মর্যাদা আমরা রেখে চলেছি। আমরা শুরু থেকে এখনো পর্যন্ত কখনো টাকার পেছনে ছুটিনি, আমরা সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে ন্যায্য মূল্যে সেরা পরিষেবা দিতে চেয়েছি। আজ আমরা গর্বের সাথে বলতে পারি এ কাজে আমরা পুরোপুরি সফল হয়েছি। 
আজকালকার দিনে ব্যস্ত কর্মসূচীর মধ্যে কোন অনুষ্ঠান পরিচালনা করার সময় সব মানুষের কাছে থাকে না, কিন্তু সমাজে থাকতে গেলে অনুষ্ঠান তো করতে হবে। যেমন- বিবাহ, বৌভাত, জন্মদিন, অন্নপ্রাশন, অফিসের গেট টুগেদার পার্টি ইত্যাদি। আর যেকোনো অনুষ্ঠান দেখতে যতটা কম ঝক্কির মনে হয় আদতে কিন্তু তার থেকে অনেক বেশি ঝক্কি পোহাতে হয় মানুষকে। তাই যেকোনো অনুষ্ঠান সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য আমরা এই ইউনিট টি গঠন করেছি, যাতে অনুষ্ঠানের দিন আপনার মাথায় কোনরকম দুশ্চিন্তা না থাকে এবং আপনি যেন আনন্দের সাথে অনুষ্ঠান উপভোগ করতে পারেন। 

আমরা ক্যাটারিং, ডেকোরেটিং এবং ফটোগ্রাফি এই তিনটি পরিষেবা খুব রিসনেবেল রেটে প্রোভাইড করি, এবং সমস্ত পরিষেবা গুলো খুব উচ্চমানের দিয়ে থাকি। আমাদের পরিষেবা গুলির সম্বন্ধে আরো জানতে আমাদের অফিসিয়াল সাইট ভিসিট করুন  আপনার বাড়ির কোন অনুষ্ঠানের থাকলে আজই আমাদের সাথে একটা অ্যাপোয়েন্টমেন্ট বুকিং করুন, তারপর আপনার আর কোন চিন্তা করতে হবে না। অ্যাপোয়েনমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে ভিসিট করুন।